চট্টগ্রাম জেলা
ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সিজেকেএস ১ম বিভাগ ব্যাডমিন্টন লীগ ২০২২-২৩ এ
একক ও দ্বৈত খেলায় ওপিএ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার সিজেকেএস জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এককে ওপিএ-এর আসাদ এবং দ্বৈত খেলায় ওপিএ-এর আসাদ ও আরাফাত জয় লাভ করে।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ওপিএ সভাপতি ওপিএন ইঞ্জি. আবু মো. রাশেদ চৌধুরী, প্রাক্তন সভাপতি মো. ওয়াসিম শরীফ, সাধারণ সম্পাদক রিজভী রহমান, প্রাক্তন সাধারণ সম্পাদক আবু মো. সাজেদ চৌধুরী ও মো. আনিছ উল্লাহ, সদস্য হাসান রিয়াজ চৌধুরী, জাহিদ সাঈদ, ক্রীস্টোফার ডায়েস, কলিন ডায়েস, নুরুন্নবী চৌধুরী, ইমরুল কায়েস, সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, সিজেকেএস কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত ও তানছির তৈমুর মোর্শেদ প্রমূখ।
- ই.হো.