চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ভিশন শিপিং এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার বিভাগ লীগ ২০২১-২২ এ চট্টগ্রাম কাস্টমস এস.সি ৪০-১৯ গোলে মোহামেডান এস.সি (ব্লুজ) কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে ফয়সাল ও আলমগীর ১১টি, সাজিদ ৬টি, আবদুল্লাহ ৫টি এবং বিজীত দলের পক্ষে সুনীল ৭টি, মাহিন ৫টি এবং আমিন ৩টি করে গোল করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছিন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিশন শিপিং-এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ সালাউদ্দীন এবং চট্টগ্রাম কাস্টমস-এর যুগ্ম কমিশনার সালাউদ্দিন রিজভী।
সিজেকেএস হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে এবং হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো: হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা রায়, সিজেকেএস নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, এ.কে.এম আবদুল হান্নান আকবর, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি, হারুন অর রশিদ, ভিশন শিপিং এর পরিচালক জয়াসিস দাশ, সিজেকেএস হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান এ.বি.এম খালেদুজ্জামান দাদুল, সিজেকেএস কাউন্সিলর ও হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক কল্লোল দাশ, সিজেকেএস কাউন্সিলর আক্তারুজ্জামান, মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহাবু, এনামুল হক, লুৎফুল করিম সোহেল, শওকত হোসেন, প্রবীন ঘোষ, সাইফুল্লাহ চৌধুরী, মুজিবুর রহমান, আঞ্জুমান আরা বেগম, স্মরনিকা চাকমা, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, সাইফুল আলম বাপ্পি, মো: জাহেদ, আবু জাহেদ, সাইফুল আলম খান, ডা. সাইফুল ইসলাম, এস.এম. ইকবাল মোর্শেদ, হ্যান্ডবল কমিটির সদস্য হায়দার আলী, জাহেদুল আমিন তারেক, জাবেদা বেগম মিতুল, রনি দত্তসহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় কর্মকর্তাবৃন্দ।
- মাঈন উদ্দিন সোহেল