সাফ ফুটবলজয়ী ৫ নারী খেলোয়াড়কে আজাদীর সংবর্ধনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ সেপ্টেম্বর ২৮, ০৯:৫০ অপরাহ্ন

সাফ মহিলা ফুটবল ২০২২ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্যা বৃহত্তর চট্টগ্রামের পাঁচ ফুটবলারকে আজ বুধবার বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়। নগরীর জামাল খান চত্বরে সম্পন্ন এই সবর্ধনা অনুষ্ঠানটির আয়োজক ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী দৈনিক আজাদী।

‘আঁরার মাইয়া, আঁরার গর্ব’ শিরোনামের এ অনুষ্ঠানে সংবর্ধিত খেলোয়াড়রা ছিলেন রাঙামাটির রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা, খাগড়াছড়ির মনিকা চাকমা এবং যমজ দুবোন আনাই মগিনী ও আনুচিং মগিনী।

সকালে তাঁদের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান আজাদী পরিবারের সদস্যরা। বিকেল চারটার দিকে চট্টগ্রাম ক্লাব থেকে তাঁদের বহনকারী খোলা ছাদের জিপটি এসে পৌঁছে জামাল খান মোড়ে।

আসরের আজানের বিরতির পরই জাতীয় সংগীত দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। বীরকন্যাদের গলায় পরিয়ে দেওয়া হয় ফুলের মালা।

দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেকের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চিফ রিপোর্টার হাসান আকবর, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন কৃতী ফুটবলাররা। কাটা হয় বড় একটি কেক। এরপর তাঁদের হাতে ‍সম্মাননার চেক তুলে দেন অতিথিরা।


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework