চট্টগ্রাম মহানগরী
ক্রীড়া সংস্থার আয়োজনে ও কর্ণফুলী গ্রুপ অফ কোম্পানীজের পৃষ্ঠপোষকতায় ‘কর্ণফুলী গ্রুপ
মহানগরী স্কুল হ্যান্ডবল লীগ (বালক-বালিকা) ২০২৩’ উদ্বোধন করা হয়েছে।
শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া
সংস্থার সম্মানিত সভাপতি কৃষ্ণ পদ রায়।
২৮ ফেব্রুয়ারি
অপরাহ্নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্রুপ অফ কোম্পানীজের
ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. আব্দুল খালেক চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল
মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী। সিএমপি দক্ষিণ বিভাগের উপ
পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান, উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগরী
ক্রীড়া সংস্থা হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান, চট্টগ্রাম মহানগরী
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, দক্ষিণ ও উত্তর বিভাগের অতিরিক্ত
উপ পুলিশ কমিশনার যথাক্রমে মো. আরাফাতুল ইসলাম ও নোবেল চাকমা, এসি (কোতোয়ালী জোন)
অতনু চক্রবর্তী, ওসি কোতোয়ালী জাহিদুল কবির এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা কোমলমতি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর হ্যান্ডবল খেলা উপভোগ করেন।
- মা.সো.