মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর শেরশাহ কলোনী মাঠে শুরু হয়েছে মরহুম ডা. নুরুজ্জামান (ডা. মামা) ও মরহুম আমির মোহাম্মদ শামসুল হক স্মৃতি টি-টেন ক্রিকেট টূর্ণামেন্ট-২০২২। শেরশাহ কলোনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ আয়োজিত ৭ দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন এস.এম নজরুল ইসলাম ও শামস মোহাম্মদ জিয়াউল হক সোহেল।
১১ ডিসেম্বর রবিবার সকালে শেরশাহ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনফাগুন টেলিভিশনের প্রধান নির্বাহী জামাল হোসাইন মনজু। এস.এম আলমগীর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরশাহ কলোনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আহ্বায়ক আলী আহম্মেদ শাহীন, আব্দুল কুদ্দুস বাপ্পী, নাজিম উদ্দীন, আতাউর রহমান টিটু, মাসুদ আলম, ফিরোজ আহমদ ও মাহবুবুল আলম রিপন।
প্রধান অতিথি
জামাল হোসাইন মনজু বলেন, মরহুম ডা. নুরুজ্জামান (ডা. মামা) ও মরহুম আমির মোহাম্মদ শামসুল
হক এই এলাকার নিবেদিতপ্রাণ রাজনীতিক ও সমাজসেবক ছিলেন। জীবদ্দশায় তাঁরা সর্বদা এলাকার
মানুষের জন্যে কাজ করে গেছেন। এলাকার মানুষের জন্য তাদের নিঃস্বার্থ অবদান এবং কল্যাণমুখী
কর্মকাণ্ড বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্যে টি-টেন ক্রিকেট টূর্ণামেন্ট অবশ্যই
একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে তরুণরা তাদের পূর্বসুরীদের সম্পর্কে জানার পাশাপাশি খেলাধুলায়
মনোনিবেশ করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে অবদান রাখতে পারবে।
অভিভাবকদের দৃষ্টি
আকর্ষণ করে তিনি আরো বলেন, এই মাঠ এই এলাকার ঐতিহ্য। আপনারা সকলে এগিয়ে আসলে সুষ্ঠু
রক্ষণাবেক্ষণ এবং যথাযোগ্য ব্যবহারের মাধ্যমে বর্তমান প্রজন্মকে সুস্থ বিনোদন ও শরীরচর্চার
প্রতি মনোযোগী করে গড়ে তোলা সম্ভব। খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা ও সঠিক
পরিচর্যার মাধ্যমে এ মাঠ থেকেই জাতীয়মানের এবং বিশ্বমানের খেলোয়ার তুলে আনতে পারেন
আপনারা।
উদ্বোধনী খেলায় রাইজিং আমান বাজার ৪০ রানে চিটাগাং টাইগার্সকে পরাজিত করে এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রাইজিং আমান বাজারের ইয়াছিন ফরহাদ। দিনের অপর খেলায় মনসা তরুণ সংঘ পটিয়া ১০ উইকেটে বাকলিয়া সূর্য তরুণকে পরাজিত করে এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মনসা তরুণ সংঘ পটিয়ার মো. তারেক।
টুর্নামেন্ট পরিচালনার
দায়িত্ব পালন করেন এস.এম আলমগীর রানা, এস.এম নজরুল ইসলাম, এস.এম রাশেদুল হক (রাশেল),
মো. জয়নাল আবেদিন, মো. সাইফু, মো. সাইদুল ইসলাম, জাহিদ হাসান সৈকত, মো. সালাউদ্দিন,
সোহাগ শেখ ও মো. আশিক।
- ই.হো