মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর শেরশাহ কলোনী মাঠে আয়োজিত মরহুম ডা. নুরুজ্জামান (ডা. মামা) ও মরহুম আমির মোহাম্মদ শামসুল হক স্মৃতি টি-টেন ক্রিকেট টূর্ণামেন্ট-২০২২ সফলভাবে সমাপ্ত হয়েছে। শেরশাহ কলোনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে গত ১১ ডিসেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মোট ১২টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দলগুলো হলো- ১। মনসা তরুণ সংঘ (পটিয়া), ২। বাকলিয়া সূর্য তরুণ, ৩। আগ্রাবাদ চৌমুহনী ফাইটার্স, ৪। উড়ন্ত পাখি (পটিয়া), ৫। হাজী ওয়ারত উল্লাহ স্মৃতি ক্রিকেট একাদশ, ৬। চিটাগাং ফাইটার্স, ৭। ব্রাদার হুড আমান বাজার, ৮। শেরশাহ ফাইটার্স, ৯। সন্দ্বীপ স্পোটর্স, ১০। এস.এম.ওয়াই মেমোরিয়াল, ১১। ট্রফি ফাইটার্স (হাটহাজারী) ও ১২। হলি হক হান্টার্স।
২১ ডিসেম্বর বুধবার
বিকেলে শেরশাহ কলোনী মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে
প্রধান অতিথি
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক, চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
ও সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দিন বিজয়ীদের হাতে ট্রফি ও পুরষ্কার তুলে দেন।
এসময় প্রধান অতিথি
আ.জ.ম. নাছির উদ্দিন নিবেদিতপ্রাণ রাজনীতিক ও সমাজসেবক মরহুম ডা. নুরুজ্জামান (ডা.
মামা) ও মরহুম আমির মোহাম্মদ শামসুল হকের নামে এই টূর্ণামেন্ট আয়োজনে সংশ্লিষ্টদের
আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী এই মহৎপ্রাণ
দুই অভিভাবকের নিঃস্বার্থ অবদান বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্যে এ ধরণের টূর্ণামেন্ট
আয়োজন নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের নৃশংস হত্যাকান্ডের পর যেখানে আওয়ামী লীগের নাম মুখে নেওয়াটাই ছিল
মারাত্মক অপরাধ সেই সংকটকালে, আওয়ামী রাজনীতির চরম দুঃসময়ে নিবেদিতপ্রাণ আওয়ামী লীগার
ডা. মামার সাহসী ভূমিকা ও বলিষ্ঠ নেতৃত্বের কথা এসময় গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি।
নুর নাহার লিজার
সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড
কাউন্সিলর আলহাজ্ব সাহেদ ইকবাল বাবু, ফাগুন টেলিভিশনের প্রধান নির্বাহী জামাল হোসাইন
মনজু, শেরশাহ কলোনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আহ্বায়ক আলী আহম্মেদ শাহীন ও চট্টগ্রাম
মহানগর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, ব্রার্দাস ইউনিয়ন চট্টগ্রামের পরিচালক মো.
সালাহ্ উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়া সংগঠকদের মধ্যে এসময়
উপস্থিত ছিলেন এস.এম আলমগীর রানা, আব্দুল কুদ্দুস বাপ্পী, নাজিম উদ্দিন, ফিরোজ আহমদ,
মাহবুবুল আলম রিপন, তৌহিদ আহম্মদ চৌধুরী, এস.এম নজরুল ইসলাম, শামস মোহাম্মদ জিয়াউল
হক, এস.এম রাশেদুল হক প্রমুখ।
ফাইনাল খেলায় ব্রাদার হুড আমান বাজারকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় আগ্রাবাদ চৌমুহনী ফাইটার্স। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ আগ্রাবাদ চৌহমুনী ফাইটার্সের মোহাম্মদ মনির, ম্যান অব দ্যা সিরিজ ব্রাদার হুড আমান বাজারের ইয়াছিন ফরহাদ, টুর্নামেন্টের সেরা ব্যাটস-ম্যান এস.এম.ওয়াই মেমোরিয়ালের জাহিদ সৈকত এবং সেরা বলার নির্বাচিত হয়েছেন ব্রাদার হুড আমান বাজারের মো. সাজু। মরহুম ডা. নুরুজ্জামান (ডা. মামা) ও মরহুম আমির মোহাম্মদ শামসুল হক স্মৃতি টি-টেন ক্রিকেট টূর্ণামেন্ট-২০২২ এর চ্যাম্পিয়ান আগ্রাবাদ চৌহমুনী ফাইটার্সকে চ্যাম্পিয়ান ট্রফিসহ নগদ ২০,০০০/- টাকা প্রাইজ-মানি এবং রানার্সআপ ব্রাদার হুড আমান বাজারকে ট্রফিসহ নগদ ১০,০০০/- টাকা প্রাইজ-মানি প্রদান করা হয়।
- ই.হো