বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ অক্টোবর ২০, ০২:৪৬ অপরাহ্ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট প্রতিভা অন্বেষণের দারুন স্থান। দেশের শীর্ষ পর্যায়ে যারা গেছে তাদের অধিকাংশ খেলোয়াড় এ টুর্নামেন্ট থেকেই এসেছে। খেলোয়াড়দের পরিচিতির মাধ্যমে আমাদের দেশ বিশ্বে পরিচিত হচ্ছে। তাই আমি আশা করি আজকে যারা নতুন তারাও একদিন বিশ্বের কাছে দেশের পরিচিতি তুলে ধরবে। চট্টগ্রাম বিভাগের ১১ জেলা হতে ছেলে ও মেয়ের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন পৃথক ২২টি দল নিয়ে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধনকালে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন একথা বলেন।

 

২০ অক্টোবর বৃহস্পতিবার নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে শান্তির পায়রা উড়িয়ে ফুtবল-টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি। এতে প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ প্রমূখ।

 

উদ্বোধনী ম্যাচে বান্দরবান জেলা ছেলেদের দল চাঁদপুর জেলা ছেলেদের দলকে ৫-২ গোলে পরাজিত করে। এসময় অসংখ্য ফুটবলপ্রেমী খেলা উপভোগ করেন।


- মা.ফা


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework