চট্টগ্রাম জেলা
মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে চট্টগ্রামে ১ম বারের মত মহিলা ক্রিকেট টুর্ণামেন্ট ও উশু
প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার বিকালে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে
টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
চট্টগ্রাম জেলা
মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তানজিয়া রহমান-এর সভাপতিত্বে ও সদস্য শাহেদা বেগম-এর
সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদিকা রেজিয়া
বেগম ছবি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহীদ
সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী সাজেদা নাসরিন, সহ
সাধারণ সম্পাদিকা মনোয়ারা আফরোজ, সদস্য অজন্তা বড়ুয়া, মেহের নিগার, জয়শ্রী সেন, গুলশান
আরা, সালেহা আহমেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রামের মহিলাদের খেলাধূলার মানউন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।
- মা.ফা.