বাংলাদেশ ক্রিকেট
বোর্ডের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল
ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২১ মে রবিবার
চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিসিবির
সম্মানিত পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। সিজেকেএস নির্বাহী
সদস্য ও ক্রিকেট সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত
ছিলেন সিজেকেএস কাউন্সিলর দিদারুল আলম মাসুম, জেলা ক্রিকেট কোচ মাহবুবুল করিম মিঠু
উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী একাডেমি ল্যাবরেটরি স্কুল ও বাগমনিরাম আব্দুর রশিদ সিটি
কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী খেলায় একাডেমি ল্যাবরেটরি স্কুল ৪ উইকেটে বাগমনিরাম আব্দুর রশিদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে প্রতিযোগিতায় শুভ সূচনা করে।
- মা.সো.