সন্দ্বীপে সদ্যপ্রয়াত
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মাস্টার শাহজাহান বিএ’র শোকসভা অনুষ্ঠিত
হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য
বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
প্রধান অতিথি
তার বক্তব্যে প্রয়াত মাস্টার শাহজাহান বিএ’র আত্মার মাগফিরাত
কামনা করেন এবং আওয়ামী লীগের প্রতি তাঁর অনুকরণীয় ত্যাগ ও একনিষ্ঠতার কথা স্মরণ করে
বলেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে কেউ জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্যচ্যুত করতে পারবেনা।
১৯ ফেব্রুয়ারি
রবিবার বিকালে সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি
আলাউদ্দিন বেদনের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর
জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম। তিনি বলেন চারদিকে আওয়ামী লীগের নজিরবিহীন উন্নয়ন
অনেকের সহ্য হচ্ছেনা। তাই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য চারদিকে ষড়যন্ত্র শুরু
হয়েছে।
অনুষ্ঠানে সন্দ্বীপের
সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগকে
ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ থাকলে ইউনিয়ন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে।
আমরা ঐক্যবদ্ধ থাকলে মরহুম শাহজাহান কাকার আত্মা শান্তি পাবে।
শোক সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সাবেক মেয়র জাফর উল্যাহ টিটু, মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন মিশন।
- ওমর ফয়সাল/সন্দ্বীপ