জননেত্রী শেখ
হাসিনা আপনাদের দুঃখ দুর্দিনে যেভাবে পাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত করে রেখেছেন
তেমনিভাবে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত
রাখুন। সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ত্রাণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে একথা বলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা।
২০ ফেব্রুয়ারি
সোমবার দুপুরে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ত্রাণ প্রদান অনুষ্ঠানে
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সন্দ্বীপে ৩৩ জনকে ২১ লক্ষ টাকা অনুদান প্রদান
করা হয়। সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়ামে আয়োজিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, জেলা পরিষদের সদস্য সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ত্রাণ সহায়তা প্রাপ্তরা।
- ওমর ফয়সাল/সন্দ্বীপ