বন্দর নগরী চট্টগ্রামের
রামপুর ওয়ার্ডের সড়ক উন্নয়ন ও আর ড্রেন নির্মাণে দুটি প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম
সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। ১৭ এপ্রিল সোমবার মেয়র ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে
২৫নং রামপুর ওয়াার্ডস্থ হালিশহর এসি মসজিদ থেকে ওয়াপদা মোড় এবং ৯ কোটি ৯০ লক্ষ টাকা
ব্যয়ে ঈদগাঁ মোড় হতে নয়াবাজার মোড়, ধোপাপাড়া সড়ক হতে নয়াবাজার পর্যন্ত সড়ক ও হালিশহর
নয়াবাজার লেইনের উন্নয়নকাজের উদ্বোধন করেন।
এসময় মেয়র বলেন,
রামপুর এলাকার অবকাঠামো তুলনামূলকভাবে উন্নত হলেও বেশ কিছু সড়ক সংস্কারের প্রয়োজন হচ্ছে
জানতে পেরে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর একদিকে
যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে অপরদিকে ভালো ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা হ্রাস
পাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী গাজী মোহাম্মদ কামরুল হাসান।
- মা.ফা.