ইরাকের অন্যতম গুরুত্বপূর্ণ শিয়াপন্থী রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব মোকতাদা আল-সদর তাঁর রাজনৈতিক জীবন থেকে অবসর নেয়ার ঘোষণা দেয়ার
পর দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে তার সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সদর টুইটারে অবসরের ঘোষণা দেয়ার পর তাঁর সমর্থকেরা ইরাকে প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়ে, এবং সেখানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। এতে আরো বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সদর ইরাকের রাজনীতিতে খুবই
জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একজন রাজনীতিক। দেশটিতে তার লাখ লাখ অনুসারী রয়েছে, এবং
তিনি সরকার গঠন নিয়ে দীর্ঘ সঙ্কটের কেন্দ্রে ছিলেন।
গত বছরের অক্টোবরে জাতীয়
নির্বাচনে সদরের রাজনৈতিক মিত্ররা বেশিরভাগ আসনে জয়ী হয়। কিন্তু সরকার গঠন নিয়ে
শিয়া মতাবলম্বী অপর একটি গ্রুপের সঙ্গে মতবিরোধের জেরে তার পক্ষের পার্লামেন্ট সদস্যরা
পদত্যাগ করেন।
এর আগে রাজনৈতিক অচলাবস্থার
প্রতিবাদে সংসদ ভবনের ভেতর ঢুকে তাণ্ডব চালানোর পর থেকে গত কয়েক সপ্তাহ ধরে পার্লামেন্ট
ভবনের বাইরে শত শত লোক বাইরে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছে।
২০০৩ সালে ইরাকে মার্কিন-নেতৃত্বাধীন
আগ্রাসনের পর দেশটির রাজনীতিতে যুক্ত হওয়া সকল রাজনৈতিক দল এবং ব্যক্তিকে পদত্যাগ
করার আহ্বান জানানোর দুই দিন পর সদর অবসরের ঘোষণা দিলেন।
এক বিবৃতিতে সদর বলেন, “আমি
রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন আমি আমার অবসর
এবং সদরপন্থী সব সংস্থা ও প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দিচ্ছি।”