পূর্ব-জেরুজালেমের একটি
উপাসনালয়ের বাইরে ফিলিস্তিনি এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে ৭ জন। বিগত কয়েক
বছরে ইসরাইলিদের লক্ষ্য করে চালানো ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি অন্যতম ছিল। এতে
ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ মাধ্যম এএফপি জানায়,
২৮ জানুয়ারি শুক্রবার ইহুদিদের ধর্মীয় উৎসব সাবাথ চলাকালে সেখানে ফিলিস্তিনি এক
বন্দুকধারী এ হামলা চালায়। অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনা অভিযানে ৯ জন নিহত এবং
গাজা থেকে চালানো রকেট হামলার জবাবে ইসরাইলের বিমান হামলাসহ ইসরাইল-ফিলিস্তিনের
মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ার একদিন পর এ বন্দুক হামলা চালানো হয়েছে।
ইসরাইলের পুলিশ প্রধান
সংবাদকর্মীদের জানান, কোবি শাবতাই নেভে ইয়াকভ এলাকায় চালানো বন্দুক হামলা
সাম্প্রতিক বছরগুলোতে আমাদের মোকাবেলা করা সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে অন্যতম।
আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবসে এ হামলা চালানো হয়েছে।
তিনি আরো জানান, স্থানীয়
সময় রাত ৮টা ১৫ মিনিটের দিকে একজন সন্ত্রাসী নেভ ইয়াকভ বুলেভার্ডের একটি উপাসনালয়ে
পৌঁছায় এবং সেখানে বেশ কয়েকজনকে লক্ষ্য করে সে বেপরোয়া গুলি চালায়। এ সন্ত্রাসী
হামলার কারণে ৭ জনকে মৃত এবং ৩ জনকে আহত ঘোষণা করা হয়। হতাহত সবাই বেসামরিক লোক।
তিনি আরো বলেন, ওই বন্দুকধারী একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দ্রুত তার গমনপথ অনুসরণ করা হয় এবং সে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। পরবর্তীতে বন্দুকধারীকে পূর্ব জেরুজালেমের একজন ফিলিস্তিনি বাসিন্দা হিসেবে সনাক্ত করা হয়।
- মা.ফা.