পাকিস্তানে বন্যায় তিন মাসে ১০৬১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ২৯, ০৫:৫০ অপরাহ্ন

পাকিস্তানে গত জুন থেকে শুরু হওয়া মৌসুমি বন্যায় এযাবৎ ১,০৬১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ২৮ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ সোমবার একথা জানিয়েছে।

 

কর্তৃপক্ষ জানায়, তারা বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তরাঞ্চলীয় পার্বত্য গ্রামগুলোতে পৌঁছার চেষ্টা করছে।

 

কর্মকর্তারা জানান, এ বছর অতিরিক্ত মৌসুমী বৃষ্টিপাত ও বন্যায় পাকিস্তানে তিন কোটিরও বেশি লোক, অর্থাৎ প্রতি সাত জনে একজন, ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ লাখেরও বেশি লোক তাদের ঘর-বাড়ি হারিয়েছে। তা ছাড়া, দেশটির ৩,৪৫৭ কিলোমিটার রাস্তা এবং ১৫৭টি সেতু ভেঙে গেছে।


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework