কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে
নিউইয়র্ক সিটি পুলিশ অভিযান চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনি সমর্থক বিক্ষোভকারীকে গ্রেপ্তার
করেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের আইভি লিগ স্কুলের লনে তাঁবু খাটিয়ে শিবির
গেড়ে বিক্ষোভ চালিয়ে আসছিল।
৩০ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে
পুলিশ অভিযান শুরু করার পরপরই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনুচে শফিক
একটি চিঠি প্রকাশ করেন, যেখানে তিনি পুলিশকে স্নাতক শেষ করার দুই দিন পর অন্তত ১৭ মে
পর্যন্ত ক্যাম্পাসে থাকার অনুরোধ জানান।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা
হ্যামিল্টন হলে ঢুকে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করে এবং অনুমতি ছাড়া প্রবেশ
করে। শিবিরের বিক্ষোভকারীদের অনধিকার প্রবেশের জন্য বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়
এর আগে সতর্ক করেছিল যে হ্যামিল্টন হল দখলে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাডেমিক বহিষ্কারের
মুখোমুখি হতে হবে।
স্থানীয় সময় রাত ৯টার দিকে
অভিযানের শুরুতে পুলিশ আপার ম্যানহাটনের অভিজাত ক্যাম্পাসে ঢুকে পড়ে এবং তিন ঘণ্টার
মধ্যে ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এর পরপরই পুলিশ কর্মকর্তাদের একটি
দীর্ঘ লাইন হ্যামিল্টন হলে প্রবেশ করে পরিস্থিতি স্বাভাবিক করে নিজেদের নিয়ন্ত্রণে
নিয়ে আসে।
কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্টহাইড ডাইভেস্টের অন্যতম শিক্ষার্থী আলোচক সুইডা পোলাট বলেন, 'আগামী পাঁচ বছরের মধ্যে কলম্বিয়া এই শিক্ষার্থীদের নিয়ে গর্বিত হবে।
- তথ্য সূত্র রয়র্টাস