সংঘাত, জলবায়ু পরিবর্তন, ভঙ্গুর বৈশ্বিক আর্থিক ব্যবস্থা, দারিদ্র্য, অসমতা, ক্ষুধা ও বিভক্তির কথা তুলনা করে শান্তি, মানবাধিকার ও টেকসই উন্নয়নকে আমাদের এগিয়ে নেয়ার কাজ নিয়ে আমরা বিপদের মুখে পড়েছি। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন উদ্বোধনকালে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস একথা বলেন।
সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের এই অধিবেশনের প্রাক্কালে জাতিসংঘ প্রধান আরো বলেন, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় দরকার অব্যাহত সংহতি যা আমরা এই সংস্থায় বৃহৎ অঙ্গীকার ও সম্ভাবনার মধ্যদিয়ে প্রদর্শন করি। এতে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস ‘বিশ্বের বিপদ’ মোকাবেলায় সংহতি ও সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান।
গুতেরেসের মুখপাত্র জানান, আগামী সপ্তাহে বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক সরকার ও রাষ্ট্র্রপ্রধান সাধারণ অধিবেশনে পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন। এদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান আগামী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অনেক নেতাই অংশ নেবেন। একইদিনে জাতিসংঘে শিক্ষা সংক্রান্ত একটি শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে ৯০ জন নেতা অংশ নেবেন। গুতেরেস রাণীর শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাবেন না।
- মা.ফা