চট্টগ্রামে ৫
মাসের শিশুকে অপহরণের অভিযোগে এক অপহরণকারীকে ২৪ ঘন্টার মধ্যে কক্সবাজারের কুতুবদিয়া
থেকে আটক করে অপহৃত শিশু আছমাকে উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ। আসামী নাফিজা আক্তার
সুমী (২৩) কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার ৫নম্বর ওয়ার্ডের বড় বগডেইল গ্রামের নজরুল
ইসলামের স্ত্রী। এসময় তার কাছ থেকে নগদ ২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা
হয়।
১০ নভেম্বর বৃহস্পতিবার
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার সেকেন্ড অফিসার সাজেদ
কামাল। তিনি জানান, বাস কন্ডাক্টর জমির উদ্দিন তার স্ত্রী-সন্তানসহ চট্টগ্রাম নগরীর
কল্পলোক আবাসিকের উত্তরে দানু মিয়া সওদাগরের বিল্ডিংয়ের নীচ তলায় ভাড়ায় বসবাস করতেন।
২০ দিন আগে সুমী নামে এক নারীকে সাবলেটে থাকতে দেন জমির-তাসলিমা দম্পতি। ৭ নভেম্বর
সকাল সাড়ে ৮টার দিকে তাসলিমা তার ৫ মাসের কন্যা আছমা উল-হোসনাকে বিবাদী সুমীর কাছে
রেখে গোসল করতে গেলে ফিরে এসে মোবাইল ফোন, নগদ ২ হাজার টাকা এবং ৫ মাস বয়সী শিশুকে
ঘরে না পেয়ে বাকলিয়া থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ভিকটিম উদ্ধার
ও ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে বাকলিয়া থানা পুলিশ তথ্য প্রযুক্তি ও
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন বড়
বগডেইল এলাকা হতে ভিকটিম শিশুটিকে উদ্ধার করে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে নাফিজা আক্তার সুমী বাচ্চা চোর চক্রের সাথে সম্পৃক্ত। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
- ই.হো