ফটিকছড়িতে এনআইডি, জন্মনিবন্ধন ও সনদ জালিয়াতি, একজনের জেল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৬, ০৮:২৬ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন ও জাল সনদ তৈরির অভিযোগে মো. রাসেল (২৫) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে ফটিকছড়ির হেঁয়াকো বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। দণ্ডিত রাসেল উপজেলার দাঁতমারা ইউনিয়নের সিকদারখিল এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।

রাসেল দীর্ঘদিন ধরে হেয়াকো বাজারে কম্পিউটারের দোকান খুলে জাল সনদ তৈরির কাজ করতেন। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ এনআইডি কার্ড, এনআইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধন, জাতীয়তার সনদ, পাসপোর্টসহ বিভিন্ন প্রকার জাল সনদ পাওয়া গেছে। তিনি সরকারি আদেশ, পরিপত্র ও বিজ্ঞপ্তি উপেক্ষা করে সরকারি কাজে বাধা সৃষ্টি করার অপরাধে অভিযুক্ত হন। পরে তাকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, রাসেলের কাছে বিভিন্ন প্রকার জাল কাগজপত্র পাওয়া গেছে। তিনি একজনের কাগজপত্র ব্যবহার করে অন্যজনের নামে সনদ দিতেন এবং রোহিঙ্গা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার চুক্তিও করতেন। এসব অভিযোগে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-ফ.প্র.


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework