পুত্রের গুলিতে খুন পটিয়া জাপা নেতা শামসু মাস্টারের স্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ আগস্ট ১৭, ০১:৩৬ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় জাতীয় পার্টির প্রয়াত নেতা শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৫০) নিজ সন্তানের গুলিতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় নিহতের বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।

এলাকাবাসী জানায়, শামসুল আলম মারা যাওয়ার পর ব্যাংকে তাঁর রেখে যাওয়া নগদ টাকা ও জমিজমা নিয়ে মা জেসমিন আক্তারের সঙ্গে ছেলে মাইনুল আলমের বিরোধ চলছিল। শামসুল মাস্টারের অস্ট্রেলিয়ায় থাকা ছেলেমেয়েদের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাদের মা। এর মধ্যে বাবার রেখে যাওয়া ব্যাংক-ব্যালান্সের নমিনি পরিবর্তনের জন্য মাকে চাপ দিয়ে আসছিলেন মাইনুল।

মঙ্গলবার সকালে স্থানীয় জনতা ব্যাংক থেকে ঘরে ফিরে মায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাইনুল। একপর্যায়ে তিনি পিস্তল দিয়ে তাঁর মাকে গুলি করেন।

পরে আশেপাশের লোকজন জেসমিন আক্তারকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানা সূত্রে জানা যায়, পুলিশ ঘটনাস্থল থেকে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, পিস্তলের গুলিতে জেসমিন আক্তার প্রাণ হারালেও, উদ্ধারকৃত কার্তুজ পিস্তলের নয়। কার্তুজগুলো বৈধ কিনা, তাও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার পরপরই পালিয়ে গেছেন মাতৃঘাতক মাইনুল। 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework