পুকুরে ও পাহাড়ে অভিযান চালিয়ে থানা থেকে লুণ্ঠিত পিস্তল ও মালামাল উদ্ধার, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ নভেম্বর ০৫, ০৫:৫৩ অপরাহ্ন

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর সাগরিকা বিটাক মোড় এলাকার ব্রাহ্মণ পুকুরে জাল ফেলে তল্লাশি চালায় পাহাড়তলী থানা পুলিশ। গত ৫ আগস্ট সরকার পতনের পর নগরীর পাহাড়তলী থানা লুট ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার হওয়া আসামীর স্বীকারোক্তি মোতাবেক এ অভিযান চালানো হয়। তবে জাল ফেলে কোনো অস্ত্র পাওয়া না গেলেও পুকুর থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের ব্যবহৃত পুড়িয়ে দেওয়া দুটি মোটরসাইকেল। পরে সন্ধ্যার দিকে নগরীর আকবরশাহ ইস্পাহানি পাহাড়ের জঙ্গলের ভিতর মাটি খুঁড়ে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করা হয়।

 

পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি মো. মাহাবুর রহমানকে (২৭) সোমবার ভোরে পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় এলাকা থেকে গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায় গত ৫ আগস্ট পাহাড়তলী থানা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যান্য লোকজনের সঙ্গে সে ও তার সহযোগী ৬-৭ জন জড়িত ছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রের সন্ধানে একটি পুকুরে জাল ফেলে তল্লাশি করা হয়। পুকুরে তল্লাশি অভিযানে অস্ত্র পাওয়া যায়নি তবে পুলিশের ব্যবহৃত দুটি পোড়ানো মোটরসাইকেল উদ্ধার করা হয়। ভাঙচুরের পর সেগুলো পুকুরে ফেলে দেয়া হয়েছিল। এসময় আসামিকে আরো জিজ্ঞাসাবাদ করা হলে সে তার অন্যতম সহযোগী নুরনবীসহ আরো অনেকের নাম বলে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টায় আকবরশাহ থানাধীন রেলওয়ে হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে নুরনবীকে গ্রেপ্তার করা হয়।


 

সন্ধ্যায় উভয়ের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক ইস্পাহানী পাহাড়ে অভিযান চালিয়ে একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়েছে। এছাড়াও আসামি মো. মাহাবুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন কর্নেল জোন্স রোড়ের শেষ মাথায় মোবারক আলীর বসতঘরে আসামি মাহাবুবের ভাড়াঘর থেকে পাহাড়তলী থানার পুলিশ সদস্যদের ব্যবহৃত এক সেট ইউনিফর্ম (ক্যাপসহ), পুলিশের ব্যবহৃত ২টি হাতঘড়ি, পুলিশ সদস্যদের ব্যবহৃত ৫টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, পুলিশের ব্যবহৃত এক জোড়া কেডস ও এক জোড়া সিভিল স্যু, পুলিশ লোগো সম্বলিত একটি ছাতা, একটি ট্রাউজার, একটি ইলেকট্রিক কেটলি, দুটি চশমা, পুলিশের ব্যবহৃত একটি রেইনকোট উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা চালিয়ে দুস্কৃতিকারীরা ৮টি পিস্তল, ২ টি চাইনিজ রাইফেল, ৩ টি এস এম জি ও ৬ টি শটগান লুট করে নিয়ে যায়। সেই সাথে থানার ভিতর থেকে ৩৫ টি মোটর সাইকেল ও নিয়ে যায় দুস্কৃতিকারীরা।


- মা.ফা.

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework