চট্টগ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে
শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম শিক্ষার্থীর
পরিবারের করা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৯ জুন রবিবার
আসামী ফয়েজুল ইসলাম (৪৬) কে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার সিনহা জানান,
পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভিকটিমের মায়ের দায়ের করা মামলায়
শনিবার অভিযুক্ত প্রধান শিক্ষক ফয়েজুল ইসলাম গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, পাশাপাশি বাসা হওয়াতে
ভিকটিম শিক্ষার্থী গ্রেপ্তারকৃত প্রধান শিক্ষক ফয়েজুল ইসলামের (৪৬) কাছে প্রাইভেট
পড়তো। ৮ জুন শনিবার সকালে ছাত্রীর মা মেয়েকে বাসায় রেখে চাকরিতে চলে যান। তখন
শিক্ষার্থী বাসায় একা ছিল। শনিবার পড়ানোর নির্ধারিত সময় ছিল না। কিন্তু সকালে
অন্য এক ছাত্রীর মাধ্যমে ভুক্তভোগীকে বাসায় ডেকে নিয়ে অভিযুক্ত শিক্ষক ফয়েজুল ওই
ছাত্রীকে নেশাজাতীয় শরবত পান করিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না
জানাতে হুমকি দেয়। মা রাতে বাসায় ফিরলে ওই
ভুক্তভোগী সব ঘটনা খুলে বলে। শনিবার গভীররাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে বায়েজীদ
বোস্তামী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় ধর্ষণ
মামলা দায়ের করেন। মামলা নং- ১৮, তারিখ: ৯/৬/২০২৪। পরে ফয়েজুলকে গ্রেপ্তার করে
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ভুক্তভোগী ছাত্রী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।
- মা.ফা.