খাতুনগঞ্জে লেবার-মাঝি মাসুদের নৃশংস হত্যাকান্ডে জড়িত ২ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ অক্টোবর ২২, ১১:১০ পূর্বাহ্ন

সিসি ক্যামেরা-ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহাতায় দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে লেবার-সর্দার মাসুদের নৃশংস হত্যাকান্ডে জড়িত আসামী মো. সোহাগ ও মো. সাইদুল হোসেনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত ২০ অক্টোবর দুপুরে আসামী মো. সোহাগকে বাকলিয়া থানার মোজাহের কলোনী থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে ব্রাম্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার কাশিপুর এলাকা থেকে অপর আসামী মো. সাইদুল হোসেনকে গ্রেফতার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, ১৭ অক্টোবর সকালে খাতুনগঞ্জের চাঁনমিয়া লেইনে রাস্তার উপর পিকআপ ঢোকার বিষয় নিয়ে তাদের সহযোগী পলাতক আসামী রাসেল মিয়ার সাথে নিহত মো. মাসুদের কথা কাটিকাটি হয়। আসামী রাসেল মিয়া তাৎক্ষনিক ঘটনাস্থল হতে চলে গেলেও এ ঘটনায় সে ক্ষিপ্ত হয়ে পুনরায় একইদিন সন্ধ্যায় চাঁন মিয়া লেইনে সামির ট্রেডিং নামক প্রতিষ্ঠানের সামনে তার সহযোগী আসামীদেরকে নিয়ে লেবার-মাঝি মো. মাসুদকে জাপটে ধরে মারধর করতে থাকে। এসময় মাসুদ নিজেকে বাঁচাতে তার কাছে থাকা মালামাল লোড-আনলোডের হুক দিয়ে আসামীদেরকে আঘাত করার চেষ্টা করে। একপর্যায়ে ধৃত আসামী মো. সাইদুল হোসেন তার পকেট থেকে টিপ ছোরা বের করে মাসুদকে ছুরিকাঘাত করে। ঘটনার পর তারা আত্মগোপন করার জন্য বিভিন্ন স্থানে পালিয়ে যায়।

 

হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি ধৃত আসামী মো. সাইদুল ইসলামের দেয়া তথ্য ও শনাক্ত মোতাবেক ২১ অক্টোবর ভোরবেলায় বাকলিয়া থানার হাজী আমিনুর রহমান সড়কস্থ হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের দক্ষিণপাশে খালি জায়গা হতে উদ্ধার করা হয়। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


- মা.ফা

 

 

 

 

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework