কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করার সময় দুজনকে গ্রেফতার করেছে সিএমপি’র গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: কক্সবাজার জেলার পেকুয়া থানার মগনামা ইউনিয়নের মৃত
নুর নবীর ছেলে মো. মিজবাহ উদ্দিন ওরফে ছোটন (২২) ও আকতার আহমদের ছেলে মো. মকসুদ আলম
ওরফে মকসুদ (২১)। তাদের কাছ থেকে ১,০৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিএমপির ডিবি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন গণমাধ্যমকে বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রামে বেশি দামে বিক্রি করতে এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।