সিভাসু’র ডিভিএম ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ মে ২৭, ১১:১৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার দুপুরে সিভাসু অডিটোরিয়ামে মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়।

 

কিটবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ কামাল, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুজ্জামান এবং ভেটেরিনারি ক্লিনিক্স-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রায়হান ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. আজিজুন্নেসা। 

 

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান শিক্ষার্থীদেরকে অনুষ্ঠানে প্রাপ্ত ডাক্তারি যন্ত্রপাতিগুলোর যথাযথ ব্যবহার এবং নিজেদেরকে দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


- মা.ফা.  


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework