সিভাসু’তে ‘আউটকাম-বেইজড এডুকেশন কারিকুলাম’ বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ মে ৩১, ১২:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম অ্যান্ড স্ট্রেংদেনিং আইকিউএসি ফর প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন’ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভাসু’র সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের জন্য যৌথভাবে এই কর্মশালা আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং সিভাসু’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্সস সেল (আইকিউএসি)।  

 

৩০ মে মঙ্গলবার সকালে সিভাসু’র প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান কারিকুলামকে আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামে রূপান্তর করতে হবে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এবং উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে এর কোন বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের ওবিই কারিকুলাম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।      

 

তিনি আরো বলেন, আর্টিফিশিয়াল-ইন্টেলিজেন্স বা কৃত্রিম-বুদ্ধিমত্তার এই যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল সিস্টেম, অনলাইন এডুকেশন ইত্যাদি বিষয়ে ভালোভাবে জানতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সফ্ট স্কিল ডেভেলপ করতে হবে। তাদেরকে সমস্যা সমাধানে এবং আইসিটি’তে দক্ষ করে গড়ে তুলতে হবে। এজন্য গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে হাতে-কলমে শিক্ষাদান করতে হবে। পাঠদান পদ্ধতি হতে হবে ইন্টারঅ্যাকটিভ। তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, গ্রুপ স্টাডি এবং টিম ওয়ার্ক ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে এবং কর্মক্ষেত্রে তারা সফল হবে।

 

কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফেরদৌসী আকতার এবং ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্লানিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও সহযোগী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

 

কর্মশালায় ওবিই কারিকুলাম ফরম্যাটের ওপর প্রেজেন্টেশন দেন ইউজিসি’র উপপরিচালক (এসপিকিউএ) ড. বিষ্ণু মল্লিক। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউজিসি’র সহকারী পরিচালক (এসপিকিউএ) মো. মোস্তাক আহমেদ।


- মা.ফা.

  


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework