মোস্তফা হাকিম কলেজের ৩০ বছর পূর্তি

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ মে ২৮, ১২:০৬ অপরাহ্ন

৩০ বছর পূর্বে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে মোস্তফা-হাকিম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এ ৩০ বছরে হাজার হাজার শিক্ষার্থী আলোধারণ করে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত চট্টগ্রামে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।

সাবেক মেয়র বলেন, কুলি, কামার, জেলে, ধোপা, শ্রমিক সহ সব শ্রেণি পেশার নাগরিকদের জন্য মোস্তফা-হাকিম কলেজের দরজা খোলা। গরীবের সন্তানদের এইচএসসি থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত লেখাপড়ার সুবিধার্থে ছাত্র-ছাত্রীদের টিউশন ফি মওকুফ, অর্ধমওকুফ সহ নানাভাবে প্রণোদনা দেয়া অব্যাহত থাকবে।

২৭ মে শনিবার দুপুরে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ৩০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহীন আলম। এ উপলক্ষ্যে খতমে কোরআনে পাক, খতমে বোখারী শরীফ, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, কলেজ গর্ভনিং বডির সদস্য ফজলুল কাদের, কাজী মাহবুবুর রহমান, রঞ্জন কুমার সিংহ, লায়লা নাজনিন রব সহ কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিলাদ ও কেয়াম পরিচালনা করেন মাওলানা সৈয়দ ইউনুছ রজভী। মোনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিউর রহমান। মোনাজাতে তিনি দেশ ও জাতির শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি কামনা এবং হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভান্ডারী (র.) আলহাজ্ব মোস্তফা খাতুন, এম.এ তাহের, আলহাজ এম. মনজুর আলম-এর পরিবার পরিজনের সুখ-শান্তি কামনা করেন। এসময় কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষকন্ডলী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।


- মা.সো.


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework