জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) পরিবার।
১০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত
বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম
লুৎফুল আহসান। বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার,
বিভাগীয় প্রধান, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা ও
কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরে শিক্ষক সমিতি এবং
প্রগতিশীল শিক্ষক ফোরাম-এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা
হয়।
-মা.ফা.