প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বনেতা: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ মে ২০, ১২:২৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১৬ই মে জাতিসংঘে শেখ হাসিনা ইনিসিয়েটিভ হিসেবে তার যে কমিউনিটি ক্লিনিক, সেটির জন্য প্রস্তাব এনে ধন্যবাদ জানিয়েছেন। এবং সে প্রস্তাবে বাংলাদেশের সাথে কো-স্পন্সর হয়েছেন বিশ্বের ৭১টি দেশ। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বনেতায় রূপান্তরিত হয়েছেন।  

 

১৯ মে শুক্রবার দুপুরে চট্টগ্রামে বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সেশন প্রারম্ভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

মন্ত্রী বলেন, ‘আমার মনে হয় বিএনপি’র মহাসচিবসহ অন্যান্য নেতারা বিশ্বময় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা, তার প্রতি বিশ্বনেতৃবৃন্দের এবং বিশ্ব অঙ্গনের যে আস্থা, সেটি বুঝতে ব্যর্থ হয়েছেন।’ কারণ যে বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল সেখানে তারা এখন ঘোষণা করেছে বাংলাদেশকে ২.২৫ বিলিয়ন ডলার সহায়তা করবে। এছাড়াও জাপান বলেছে ৩০ বিলিয়ন ইয়েন বাংলাদেশ কে সাহায্য করবে। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে একটি অনুপ্রেরণা। যাদের দৃষ্টিশক্তি ও বোধশক্তি আছে তারা এগুলো বুঝতে পারে। বিএনপির নেতারা কেন দৃষ্টিহীন, বোধশক্তিহীন হয়ে গেলেন সেটা আমার কাছে বোধগম্য নয়।

 

তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন গাড়ি বসে গেলে স্ট্রার্ট দেওয়ার মতন। গাড়ি অনেকদিন বসে থাকলে মাঝে মধ্যে স্ট্রাট দিতে হয়, না হলে গাড়ি বসে যায়। বিএনপি দলটা তো বসে গেছে, সে জন্য তারা মাঝে মধ্যে গাড়ি স্ট্রার্ট দেওয়ার জন্য কর্মসূচি ঘোষণা দেয়।

 

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য এম. সেকান্দার খান-এর সভাপতিত্বে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সায়েদ আল নোমান, সজল কান্তি বড়ুয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, আজকাল জীবন সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যাচ্ছে। ক্রমাগত যন্ত্রের ব্যবহারের সাথে সাথে মানুষ যন্ত্রের মতন আচরণ করছে। মানুষের মন থেকে অপরের জন্য মমত্ববোধ, সহমর্মিতা হারিয়ে যাচ্ছে। তবে জীবন শুধু নিজের জন্য নয়। জীবন দেশ, সমাজ ও দেশের মানুষের জন্য। স্বপ্ন শুধু নিজের জন্য নয়, দেশের মানুষের জন্যও দেখতে হয়। মানুষ তখনই একজন সত্যিকার অর্থে মানুষ হয় যখন সে তার চরিত্রে মেধা, দেশাত্মবোধ, মমত্ববোধের সমন্বয় ঘটাতে পারে। ছাত্র-ছাত্রীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আরো বেশি করে কাজ করতে হবে।


- মা.ফা.


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework