নজরুলের কবিতা ও গান শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মুক্তি সংগ্রামে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছে। মহান মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ। এ মহান কবির কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২ নং গ্যালারিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস.এম মনিরুল হাসান।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের উপস্থাপিকা মন্দিরা চৌধুরীর সঞ্চালনায় এতে প্রফেসর ড. মোহীত উল আলমের জীবনী পাঠ করেন চবি ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. তাসলিমা বেগম।
অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
- অ.হো