চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ জুন অপরাহ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে চবি বঙ্গবন্ধু
চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে
শ্রদ্ধা নিবেদন করেন।
পুস্পস্তবক অর্পণ
শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জাতির পিতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।
তিনি বলেন, আজকের দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাঙালি জাতির মুক্তি
সংগ্রামের ইতিহাসে ছয় দফা আন্দোলন একটি যুগান্তকারী ঘটনা। ১৯৬৬ সালের এ দিনে নির্যাতিত-নিপীড়িত
জনগণের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত মুক্তির সনদ ছয় দফা দাবীর
প্রেক্ষিতে দেশব্যাপি তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। যার সূত্র ধরে ধাপে ধাপে আন্দোলন-সংগ্রামের
মাধ্যমে পরবর্তীতে বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা। এ তাৎপর্যপূর্ণ দিবসের গুরুত্ব
প্রজন্মের সন্তানদের মাঝে তুলে ধরতে চবি বাংলাদেশ স্টাডিজসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে
সেমিনার আয়োজনের আহবান জানান উপাচার্য।
এ সময় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন। এ ছাড়াও চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম ও জনাব মোহাম্মদ আলী, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন, চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কেএম নুর আহমদ, প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার ও সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
- মা.ফা.