আন্দোলন কর্মসূচি পরিবর্তনের জন্য বিএনপি’র প্রতি শিক্ষামন্ত্রীর আহবান

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ অক্টোবর ২৭, ০১:১২ অপরাহ্ন

বিশ্ব যে গতিতে পরিবর্তন হচ্ছে সেখানে ছোটখাটো পরিবর্তন বা সংস্কার যথেষ্ট নয়। সেজন্য কারিকুলাম যুগপোযোগী থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, আইসিটির ব্যবহার সবকিছুর দিকে আমরা নজর দিয়েছি। একইসাথে শিক্ষা প্রশাসন যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে সেটাকেও গুরুত্ব দেয়া হচ্ছে। দক্ষিণাঞ্চলের যশোর সরকারি এমএম কলেজ পরিদর্শনকালে একথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

২৬ অক্টোবর বুধবার এমএম কলেজ পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার গুরুত্ব বিবেচনা করে বিএনপিকে আন্দোলন কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনের আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখে শিক্ষা ব্যবস্থায় পুরো একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করছে সরকার। যাতে উদ্ভাবনী যোগ্যতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হয়।

 

পরিদর্শনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান হাবীবসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


- মা.ফা


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework