১৪ মার্চ অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদের
সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ। ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে ২৭তম কমিশন
সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম এ নির্বাচনের তফসিল ঘোষণা
করেন। তিনি বলেন, জোট অনুযায়ী মহাজোট পাবে ৪৮টি আসন ও জাতীয় পার্টি পাবে দুটি আসন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়ন দাখিল
করতে পারবেন। মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি।
মনোনয়নপত্র দাখিলের বিরুদ্ধে আপিল ২২ ফেব্রুয়ারি।
আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ
১৪ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।
- মা.ফা