সাজেকে ছুটি কাটাতে গিয়ে বিপাকে পর্যটকরা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ ডিসেম্বর ২৫, ০৫:৫৬ অপরাহ্ন

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববার বড়দিনের ছুটি কাটাতে পর্যটকরা বেড়াতে যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে। এতে সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে রিসোর্ট-কটেজের ধারণক্ষমতার চেয়ে পর্যটকসংখ্যা অনেক বেশি হওয়ায় কক্ষসংকট দেখা দেয় রুইলুই পর্যটনকেন্দ্রে। ফলে রিসোর্ট-কটেজে কক্ষ না পেয়ে রাস্তা, বারান্দা ও গাড়িতে রাত কাটিয়েছেন শত শত পর্যটক।

 

সাজেক পর্যটনকেন্দ্রের সাজেক হিল ভিউ রিসোর্টের মালিক ইন্দ্র চাকমা গণমাধ্যম-কর্মীদের জানান, প্রায় এক সপ্তাহ আগে থেকেই রুইলুই পর্যটনকেন্দ্রে সব রিসোর্ট-কটেজের কক্ষগুলো অগ্রিম বুকিং হয়ে যায়। গত শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় শত শত পর্যটককের উপস্থিতি দেখা যায় রুইলুই পর্যটনকেন্দ্রের রাস্তায়। পরে মাইকিং করে যে পর্যটকরা কক্ষ পাননি তাদের ক্লাবঘরে যেতে বলা হলেও সেখানেও জায়গার সংকট দেখা দেয়। সেকারণে রিসোর্ট-কটেজের বারান্দা, স্টোররুম, ক্লাব ঘর, রুইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও গাড়িতে রাত কাটিয়েছেন শত শত পর্যটক। অনেকে রাস্তায় হেঁটে রাত কাটিয়েছেন।

 

তিনি আরো জানান, আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত রুইলুই পর্যটনকেন্দ্রের কোথাও কক্ষ খালি পাওয়া যাবে না।


- অ.হো 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework