অনুমতি ছাড়া পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে এসে বিপত্তিরমুখে রাশিয়ান সামারা সাইক্লিং দল

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ নভেম্বর ১৩, ০৫:০৭ অপরাহ্ন

অনুমতি ছাড়া পার্বত্য চট্টগ্রামে ভ্রমণে এসে বিপত্তির মুখে পড়েছে সাত সদস্যের রাশিয়ান সাইক্লিং দল। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে আসা সামারা সাইক্লিং দলে রয়েছেন ৬ পুরুষ সদস্যের সাথে ১ নারী। সাইক্লিং দলের সদস্যরা হলেন - আকচুরিন কনস্ট্যান্টিন, মাকারভ ইভগেনি, ওভচিনিকভ সের্গেই, ইভানভ ডেনিস, চেরনিয়াক দিমিত্রি, মালাখোভস্কি ভাদিম, ক্রিউকভ মাকসিম ও ভার্শিনিকোভা আনাস্তাসিয়া।

 

১২ নভেম্বর শনিবার দুপুরে পুলিশের হেফাজতে থেকে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে রাঙ্গামাটির উদ্দেশ্যে রামগড় ত্যাগ করে রাশিয়ান সাইক্লিং দলটি। ১১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় বারইয়ারহাট ও খাগড়াছড়ি সড়ক দিয়ে অনুমতি ছাড়া পার্বত্য জেলা খাগড়ছড়িতে প্রবেশকালে রামগড় ফরেইনার চেকপোস্টের পুলিশ তাদের আটক করে।

পুলিশের গোয়েন্দা শাখার এক সদস্য জানান, শুক্রবার সন্ধ্যায় রাশিয়ান সাইক্লিং দলটি খাগড়াছড়ির প্রবেশদ্বার রামগড়ের সোনাইপুলস্থ ফরেইনার চেকপোস্ট অতিক্রমকালে বিধি মোতাবেক চেক করা হয় তাদের। সবার পাসপোর্ট-ভিসা থাকলেও পাবর্ত্য চট্টগ্রামে প্রবেশের কোনো অনুমতিপত্র ছিল না ৭ সদস্যের এ দলটির। এ কারণে তাদেরকে পুলিশের হেফাজতে নেয়া হয়। রাতে পুলিশি প্রহরায় তাদের রামগড় কৃষি গবেষণার রেস্ট হাউসে রাখা হয়।

 

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, পাবর্ত্য চট্টগ্রাম ভ্রমণে বিশেষ অনুমতি নেয়ায় বিষয়টি জানতেন না সাইকেলে চড়ে ভ্রমণে আসা রাশিয়ান পর্যটকরা। তাই তারা অনুমতি ছাড়াই রামগড় দিয়ে খাগড়াছড়ি প্রবেশ করছিলেন। পরে জেলা প্রশাসকের কাছে আবেদন করে তারা অনুমতিপত্র পান।

 

সাইক্লিং দলের দলনেতা জানান, সাইকেলে চড়ে এক হাজার ১শ কিলোমিটার পাড়ি দেয়ার লক্ষ্যে ভ্রমণে নেমেছেন তারা। খাগড়াছড়ি-রাঙ্গামাটি-কাপ্তাই-বান্দরবান-আলীকদম থেকে কক্সবাজার-টেকনাফ হয়ে তারা সেন্টমার্টিন যাবেন। পরে চট্টগ্রাম হয়ে ঢাকায় গিয়ে সেখান থেকে নিজ দেশে ফিরে যাবেন।


- ই.হো

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework