সুদর্শন মন্টি’র নতুন গানের ভিডিও


প্রকাশিত : শুক্রবার, ২০২২ আগস্ট ১২, ১০:২৩ পূর্বাহ্ন

প্রযোজনা প্রতিষ্ঠান হৃদনৈ মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত হয়েছে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী সুদর্শন মন্টি’র নতুন একটি মিউজিক ভিডিও। 'মন বুঝে না' শীর্ষক গানটির কথা এবং সুরও সুদর্শন মন্টি'র করা। সঙ্গীতায়োজন করেছেন সব্যসাচী রনি।

 

এটি শিল্পীর পঞ্চম মৌলিক গান। এর আগে একক গানের পাশাপাশি কন্ঠশিল্পী কনার সঙ্গে একটি দ্বৈত গান প্রকাশ পেয়েছে তার। এর বাইরে সুদর্শন মন্টির কথা ও সুরে প্রায় দেড় ডজন গান প্রকাশিত হয়েছে। যেগুলোতে কণ্ঠ দিয়েছেন শান শায়েক, দিনাত জাহান মুন্নী, সাব্বির জামান, অবন্তী সিঁথি প্রমুখ।

 

ব্যক্তিগত জীবনে সঙ্গীত অন্তঃপ্রাণ সুদর্শন মন্টি চট্রগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান মেট্রো ডায়াগনস্টিক এবং ডকট্টরস ল্যাবের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন।

 

নিজের সঙ্গীতযাত্রা প্রসঙ্গে সুদর্শন মন্টি বলেন, “আমি পেশাদার শিল্পী নই। তবে গীতিকার সুরকার হিসেবে কাজ করাটা আমার কাছে বেশি আনন্দের। ইচ্ছে আছে বাংলাদেশ-ভারতের বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করার। আমার কাছের মানুষদের অনুপ্রেরণাই আসলে আমাকে সঙ্গীতের মানুষ হিসেবে গড়ে তুলেছে।”

 

উল্লেখ্য, চলতি বছর বাবা দিবসে সুদর্শন মন্টির গাওয়া বটবৃক্ষ গানটি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

 

ভিডিওটির ইউটিউব লিঙ্ক: https://youtu.be/eULbO5-6sTg


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework