ব্যবসা শুরুর পূর্বেই সঠিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরী


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ আগস্ট ১৮, ০৩:০৭ অপরাহ্ন

ব্যবসা শুরুর পূর্বেই সঠিক পরিকল্পনা করা প্রত্যেকটি উদ্যোক্তার জন্য অত্যন্ত জরুরী। ‘বিজনেস প্ল্যানিং ফর স্টার্ট-আপ’ কোর্সটি শুধুমাত্র নতুন উদ্যোক্তা নয়, প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারন সঠিক পরিকল্পনা না থাকলে কোন ব্যবসাই সফল হওয়া যায় না।

 

১৭ আগষ্ট চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় উইম্যান চেম্বার সেমিনার হলে আয়োজিত ৫ দিনব্যাপী ‘বিজনেস প্ল্যানিং ফর স্টার্ট-আপ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফা।

 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উইম্যান চেম্বারের পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষন কোর্সের প্রশিক্ষক সানজিদা কাইয়ুম এবং বক্তব্য রাখেন উইম্যান চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট, নিশাত ইমরান ও পরিচালক আকলিমা আক্তার আঁখি।


৫ দিনব্যাপী পরিচালিত কোর্সটিতে বিশেষজ্ঞ প্রশিক্ষক সানজিদা কাইয়ুম উল্লেখিত বিষয়ে ৩০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করবেন।


- নূ.বা


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework