জ্বালানী তেলের মূল্য লিটারে ৫ টাকা সমন্বয় করা হয়েছে

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ৩০, ০৭:৪০ পূর্বাহ্ন

জ্বালানী তেল ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্টোল-এর মূল্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ৫ টাকা সমন্বয় করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ড গত ২৮ আগস্ট এক প্রজ্ঞাপনে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত  ডিজেলের উপর আরোপণীয় সমুদয় আগাম কর হতে অব্যাহতি এবং আমদানী শুল্ক ১০% এর পরিবর্তে ৫% নির্ধারণ করার ফলে ভোক্তা পর্যায় জ্বালানী তেল ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্টোল-এর মূল্য সমন্বয় করা হয়েছে। গতকাল সোমবার ২৯ আগস্ট রাত ১২ টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভিতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১০৯ টাকা/ লিটার, কেরোসিন ১০৯ টাকা/ লিটার, অকটেন ১৩০ টাকা/ লিটার ও পেট্রোল ১২৫ টাকা/ লিটার হবে।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কিছুটা কর কমানোয় জ্বালানী তেলের মূল্যে সমন্বয় করা হলো। বৈশ্বিক বাজারে জ্বালানী তেলের দাম কমলে আবারও সমন্বয় করা হবে।

প্লাটস অনুসারে গত ২৬ আগস্ট ডিজেলের মূল্য ছিল ১৪৭.৬২ মার্কিন ডলার/ ব্যারেল। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেলের মূল্য পড়ে ১২৮.৬১ টাকা। অর্থাৎ ১০৯ টাকা ধরে ডিজেল বিক্রয় করলে প্রতি লিটারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র লোকসান হবে ১৯.৬১ টাকা।

স্মরণ করা যেতে পারে যে, বিপিসি বিগত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় মাসে জ্বালানী তেল (সকল পণ্য) বিক্রয়ে সর্বমোট ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে।


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework