সরকার নারী উদ্যোক্তাদের
ঋণ প্রাপ্তির ক্ষেত্রে অনেক বেশী আন্তরিক বলে জানান বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী
পরিচালক এ.বি.এম জহুরুল হুদা। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির
পৃষ্ঠপোষকতায় উই বাজারের উদ্যোগে সপ্তাহব্যাপী ‘হেমন্ত উৎসব-১৪২৯’-এর উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
৭ ডিসেম্বর বুধবার
সন্ধ্যায় নগরীর হোটেল আগ্রাবাদে উপস্থিত অতিথিদের নিয়ে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী
‘হেমন্ত উৎসব-১৪২৯’-এর শুভ সূচনা
করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ.বি.এম জহুরুল হুদা। ৭ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এ.বি.এম জহুরুল
হুদা আরো বলেন, বাংলাদেশ ব্যাংক শুধু ঋণ প্রদান নয়, নারী উদ্যোক্তারা যাতে ঋণ গ্রহন
করে সঠিকভাবে তা কাজে লাগাতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রশিক্ষণ
প্রদান করে যাচ্ছে। উই বাজারের উদ্যোগে সপ্তাহব্যাপী
‘হেমন্ত উৎসব-১৪২৯’-এর উদ্যোগকে স্বাগত
জানিয়ে তিনি বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা তাদের পণ্যের
বাজারজাতকরনের সুযোগ পাবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, উই বাজার চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির একটি উদ্যোগ। যার মাধ্যমে অনলাইন-অফলাইনে ক্ষুদ্র উদ্যোক্তা তাদের পণ্য ও সেবা বিক্রয় করতে পারে। সিডব্লিউসিসিআই পরিচালক ও উই বাজারের ডিরেক্টর ইনচার্জ নূজহাত নূয়েরী কৃষ্টি, প্রাক্তন পরিচালক হুমায়রা মোস্তফা সোহানী, সদস্য মাইনু নিজাম, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, পারভীন আক্তারসহ সিডব্লিউসিসিআই সদস্য, নারী উদ্যোক্তা, স্টল মালিক ও অতিথিরা এসময় উপস্থিত ছিলেন।
- ই.হো