চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন নৌ-বন্দরে পণ্য পরিবহন কার্যক্রমের উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ ডিসেম্বর ২০, ১১:৪৩ পূর্বাহ্ন

ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন অব চিটাগাং-এর উদ্যোগে চট্টগ্রাম বন্দর থেকে বাংলাদেশের বিভিন্ন নৌ-বন্দরে পণ্য পরিবহন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে নগরীর আগ্রাবাদে একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনূষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে দেশ জুড়ে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। সে লক্ষ্যে চট্টগ্রাম বে-টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরে ১৮ মিটার ড্রাফটের জাহাজ ভিড়ছে, বে-টার্মিনালে স্বাভাবিক অবস্থায় ১২ মিটার ড্রাফটের জাহাজ প্রবেশ করতে পারবে। নদী ড্রেজিং এর মাধ্যমে ১৪ মিটার জাহাজও ভিড়ানো সম্ভব হবে। এখন ইউরোপ থেকে কার্গো আসলে সেটি সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে আসে। আর মাতারবাড়ি বন্দর সম্পূর্ণভাবে চালু হলে আগত জাহাজ বাংলাদেশ হয়ে বিভিন্ন দেশে যাবে। তখন কার্গো জাহাজের ব্যবহার আরো বেড়ে যাবে।

 

শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রতি সমর্থন জানাবার আহ্বান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, যিনি বড় বড় দেশের রক্তচক্ষু উপেক্ষা করে না বলতে পারেন, বিশ্বব্যাংককে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পদ্মাসেতু নির্মাণ করতে পারেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংকও কখনো ভাবেনি বাংলাদেশের মানুষের অর্থে পদ্মাসেতু করা সম্ভব। অথচ বঙ্গবন্ধু কন্যা সেটি করে দেখিয়েছেন। সুতরাং ছোটখাটো ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করুন। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে।

   

ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন (আইভোয়াক) অব চিটাগাং-এর সভাপতি হাজী সফিক আহমদ-এর সভাপতিত্বে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, ওয়াটার ট্রান্সপোর্ট কার্গো এজেন্টস এসোসিয়েশন-এর সভাপতি বেলায়েত হোসেন ও সাধার সম্পাদক অমল চন্দ্র দাস, আইভোয়াক-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, এন.এন.কে ফাউন্ডেশন-এর চেয়াম্যান খালেদ মাহমুদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। আইভোয়াক-এর নেতৃবৃন্দসহ জাহাজ মালিকগণ এসময় উপস্থিত ছিলেন।


- মা.ফা.


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework