ঈদ উপলক্ষ্যে চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারীদের প্রনোদনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ এপ্রিল ০৩, ০১:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য মালিক কর্তৃক বোনাস প্রদানের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে ৬,৭২১ জন নিবন্ধিত শ্রমিক-কর্মচারীকে জনপ্রতি ৭,০০০/- টাকা করে সর্বমোট ৪,৭০,৪৭,০০০/- টাকা প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

২ এপ্রিল মঙ্গলবার দুপুরে বন্দর ভবন প্রাঙ্গনে ১৫ জন শ্রমিক-কর্মচারীকে প্রতিকী হিসেবে নগদ অর্থ হস্তান্তর করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল। বাকী শ্রমিক কর্মচারীদের জন্য স্ব স্ব বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর ও শীপ হ্যান্ডলিং অপারেটরদের বরাবরে চেক প্রদান করা হয়। এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবক-এর সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম ফজলার রহমান, চবক-এর সকল বিভাগীয় প্রধান, বার্থ, শীপ ও টার্মিনাল অপারেটর এসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী এবং অন্যান্য বার্থ, টার্মিনাল ও শীপ হ্যান্ডলিং অপারেটর নেতৃবৃন্দ, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ নেতৃবৃন্দ ও শ্রমিক কর্মচারীগণ । অনুষ্ঠান সঞ্চালনা করেন চীফ ওয়েলফেয়ার অফিসার ও চবক-এর চীফ পারসোনেল অফিসার জনাব মো. নাসির উদ্দিন।


- মা.ফা.


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework