প্লাস্টিক-বর্জ্য দিয়ে কক্সবাজারে তৈরী করা হয়েছে প্লাস্টিক দানব

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ ডিসেম্বর ১৭, ০১:৩৮ অপরাহ্ন

বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত কক্সবাজারে বিভিন্ন প্লাস্টিক-বর্জ্য দিয়ে তৈরী করা হয়েছে প্লাস্টিক-দানব। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের সহায়তায় কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টের বালিয়াড়ীতে দৃশ্যমান ভয়ংকর এই দানবটি।

 

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই হাজার হাজার পর্যটকের ভিড় জমছে প্রবালদ্বীপ সেন্টমার্টিন ও কক্সবাজার সমুদ্র সৈকতে। পর্যটকদের ফেলে দেয়া নানান প্লাস্টিক-বর্জ্যের কারণে ব্যাপকহারে বাড়ছে প্রাকৃতিক দূষণ, হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র ও মানবজীবন।

 

প্রায় দুইমাস ধরে সেন্টমার্টিন দ্বীপ, টেকনাফ ও কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সংগ্রহ করা হয় অন্তত ১ হাজার বস্তা প্লাস্টিক বর্জ্য। বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী এসব বর্জ্যের কিছু অংশ দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মাণ করে এ প্লাস্টিক দানব।

 

টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হয়েছে অভিনব 'প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর'। যেখানে প্লাস্টিক-বর্জ্য হিসেবে ফেলে দেয়া খালি পাত্র, বোতল ও পলিথিনের প্যাকেটের বিনিময়ে যে কেউ নিতে পারবেন চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।

 

১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে প্লাস্টিক-বর্জ্যে নির্মিত এ দানবটি দেখতে ভিড় করে সৈকতে ঘুরতে আসা হাজার হাজার পর্যটক এবং আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে এ প্লাস্টিক দানব।


- অ.হো

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework