চট্টগ্রামে জাতীয় পরিবেশ উৎসবের আঞ্চলিক বাছাই পর্ব সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ আগস্ট ১৪, ০১:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাব ও ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক-এর যৌথ আয়োজনে চট্টগ্রামে ‘জাতীয় পরিবেশ উৎসব-২০২৩-এর আঞ্চলিক বাছাই পর্ব’ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাসিম ফারহানা শিরীন। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী কার্নিভালে অংশগ্রহণ করে।

 

১২ আগস্ট শনিবার চট্টগ্রামের ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জাতীয় পরিবেশ উৎসবের চট্টগ্রাম আঞ্চলিক বাচাই পর্ব অনুষ্ঠানে পরিবেশ অলিম্পিয়াড, কুইজ, প্রজেক্ট প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কার্যক্রমের মাধ্যমে তরুনরা তাদের পরিবেশ ভাবনা এবং বর্তমানের বৈশ্বিক জলবায়ু সম্পৃক্ত বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা তুলে ধরে।



 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিশারিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. ফেরদৌস আনোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সেস-এর সহযোগী অধ্যাপক আয়েশা আক্তার। কার্ণিভালের বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুল ইসলাম সরকার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভূঁইয়া, ফাইন আর্টসের ভিজিটিং ফ্যাকাল্টি অরূপ বড়ুয়া।

 

এসময় বক্তারা পরিবেশ রক্ষায় তরুণ শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৯০ তরুণ শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। একই সাথে পরিবেশ সংরক্ষণের বিষয়ে শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করতে বিজয়ীদের পরিবেশ বন্ধু গাছ উপহার দেওয়া হয়।

 

কার্ণিভালের সার্বিক সহযোগিতায় ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এবং  আয়োজক সহযোগি ছিল ইবনে সিনা ট্রাস্ট, পার্কভিউ হাসপাতাল ও কমিনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক)। ক্লাব পার্টনার হিসাবে ছিল গ্রীন ফর পিচ-চুয়েট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।


- মা.ফা.


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework