মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের সুরক্ষা ও মানবিক সহায়তা প্রদানের জন্য জাপান জাতিসংঘের শরণার্থী সংস্থা
ইউএনএইচসিআর-কে ৩৫ লক্ষ মার্কিন ডলার
দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল ২১ সেপ্টেম্বর রাজধানীতে
জাপানি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পে বসবাসরত
রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ এবং জীবন পরিচালনামূলক পরিষেবাগুলোর সুযোগ অব্যাহত রাখতে
সহায়তার বিষয়ে জাপান সরকার ও ইউএনএইচসিআর একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি অনুসারে, ইউএনএইচসিআর কক্সবাজার
ও ভাসানচর ক্যাম্পে তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আইনি ও সম্প্রদায়-ভিত্তিক
সুরক্ষা প্রদান, স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন, পুষ্টি সহায়তা এবং ত্রাণের
মতো মূল গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো প্রদানের উপর দৃষ্টি দেবে।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, “জাপান এই দৃঢ় আশা নিয়ে এ প্রকল্পে
সহায়তার সিদ্ধান্ত নিয়েছে যে, এটি ভাসানচরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা, স্বাস্থ্যসেবা
ও জীবিকার সুযোগ উন্নত করবে এবং কক্সবাজারে তাদের নিরাপত্তা বাড়াবে।”
রাষ্ট্রদূত বলেন, "সম্প্রতি কক্সবাজার সফরের সময় আমি ইউএনএইচসিআর এবং এর অংশীদারদের উৎসর্গীকৃত এবং উদ্ভাবনী কাজ দেখেছি। রোহিঙ্গা সংকট ষষ্ঠ বছরে গড়িয়েছে। মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আশ্রয়প্রার্থীদের উন্নত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য অর্থায়ন অব্যাহত রাখা অপরিহার্য।"
বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস
ভ্যান ডার ক্লাউ বলেন, রোহিঙ্গাদের প্রতি জাপান সরকার এবং এর জনগণের সমর্থনের জন্য
ইউএনএইচসিআর কৃতজ্ঞ। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমকে জাপান প্রথমে
সমর্থন করেছে।