ভারত সফরের শুরুতে নিজামুদ্দিনের দরগা জিয়ারত করলেন হাসিনা

জাতীয় ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ সেপ্টেম্বর ০৬, ১০:৪৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার তাঁর চারদিনের ভারত সফরের শুরুতে দিল্লির হজরত নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত করেন।

তিনি সেখানে কিছু সময় কাটান এবং ফাতিহা পাঠ ও মোনাজাত করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কে. এম. সাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে নফল নামাজ আদায় ও মোনাজাতকালে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ  কামনা করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পরে নিজামউদ্দিন আউলিয়ার দরগার বিভিন্ন অংশে যান। ভারতে সুফি সংস্কৃতির অন্যতম পবিত্র স্থান এই দরগাটি প্রায় ৭০০ বছরের পুরানো।

জানা যায়, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ১৯৭৫ থেকে ১৯৮১ পর্যন্ত দিল্লীতে নির্বাসিত থাকাকালে শেখ হাসিনা নিয়মিত নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারতে যেতেন।

প্রধানমন্ত্রী আগামী ৮ সেপ্টেম্বর ভারত সফরের শেষদিনে ভারতের রাজস্থান রাজ্যে আজমির শরীফ দরগা জিয়ারত করবেন। 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework