প্রয়াত ব্রিটিশ রানিকে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা

জাতীয় ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ সেপ্টেম্বর ১৩, ০৫:৪০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৩ সেপ্টেম্বর ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রাখা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী সেখানে শোক বইয়ে স্বাক্ষরও করেন। গত ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ হাইকমিশনে এ বই খোলা হয়। পরে, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এবিষয়ে সংক্ষেপে জানান।

প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী প্রয়াত রানির প্রতি সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শোক বইয়ে স্বাক্ষরের পর তিনি রানির সাথে তাঁর সুখময় মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেন।

এর আগে, প্রধানমন্ত্রী হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন তাঁকে স্বাগত জানান।

রানির প্রতি শ্রদ্ধা জানাতে হাইকমিশনে যাওয়ায় হাই কমিশনার প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এই প্রথমবারের মতো ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে সৌজন্য সফরে গেলেন।

এ সময় তাঁর সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন তাঁর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও সামরিক সচিব মেজর জেনারেল কবির আহাম্মদ।


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework