আমি চাই মাতৃভূমির
জন্য প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মত্যাগের মহান আদর্শ আজকের দিনের মেয়েরা গ্রহণ করুক।
কেবল তাঁর জন্ম বা আত্মাহুতি দিনে নয়, প্রীতিলতা প্রতিদিনের চর্চার বিষয় হোক। তবেই
আমাদের দেশ ও সমাজ তার গন্তব্যে পৌছাতে পারবে। রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ‘একজন প্রীতিলতা
ওয়াদ্দেদার ও সমকালীন নারী সমাজ’ শীর্ষক স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বীরকন্যা
প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মত্যাগের মহিমা তুলে ধরে এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি
বাংলা একাডেমির সভাপতি বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
গতকাল ২৬ সেপ্টেম্বর
সোমবার বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ আয়োজিত এই বক্তৃতানুষ্ঠানে সভাপতিত্ব করেন
আয়োজক সংগঠনের আহ্বায়ক তাপস হোড়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের
প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক কবি
মুহাম্মদ নুরুল হুদা এবং সাবেক সংসদ সদস্য ও যুব মহিলালীগের সভাপতি নাজমা আক্তার। এতে
মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব)
জুয়েনা আজিজ। ‘একজন প্রীতিলতা ওয়াদ্দেদার ও সমকালীন নারী সমাজ’ শীর্ষক স্মারক
বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট ইতিহাস গবেষক রাইহান নাসরিন।
শিক্ষাবিদ অধ্যাপক
ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের জন্য, স্বাধীনতার জন্য; ব্রিটিশ বিতাড়নে বা
আজকের স্বাধীন বাংলাদেশের জন্য যে কত মানুষের অবদান আছে তার শেষ নেই। একজন প্রীতিলতা
আত্মত্যাগের যে দৃষ্টান্ত গড়ে গেছেন তা অনন্য। তাকে শ্রদ্ধা জ্ঞাপনের এই আয়োজন যতো
বেশি পরিমাণে হতে থাকবে, সমাজে ত্যাগস্বীকারের জন্য প্রীতিলতার উত্তরাধিকারও ততো তৈরি
হবে।
প্রধানমন্ত্রীর
কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক (সিনিয়র সচিব) জুয়েনা আজিজ বলেন, আমরা যে টেকসই উন্নয়ন
লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছি, সেখানে নারীরাও গুত্বত্বপূর্ণ অংশীদার। নারী হয়েও
প্রীতিলতা যেভাবে
ব্রিটিশ শাসনকে
রুখে দাঁড়িয়েছিলেন তাতে এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত, নারীরা চাইলে সবকিছু জয় করতে
পারেন। এই বীরকন্যার আদর্শকে আজকের নারীরা মনেপ্রাণে গ্রহণ করুক এই আমাদের প্রত্যাশা।
আয়োজক সংগঠনের
সদস্য সচিব ও বহুমাত্রিক.কম এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় স্মারক বক্তৃতানুষ্ঠানে
আরও বক্তব্য দেন বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার-এর প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী,
চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, অধ্যাপক ননী
গোপাল সরকার, নির্মাতা প্রবীর ঘোষ প্রমুখ।
-সংবাদ বিজ্ঞপ্তি