অসহায় বানভাসি মানুষের পাশে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ Jun ২১, ০৫:২৩ অপরাহ্ন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পানিবন্ধি হয়ে পড়েছে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের মানুষ। সিলেট ছাড়াও বর্তমানে ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, কুড়িগ্রামসহ পানির নিচে তলিয়ে গেছে আশেপাশের এলাকা। এতে প্রায় ৫০ লাখ মানুষ এখনো পানিবন্ধী অবস্থায় রয়েছে। গত কয়দিন ধরে পুরো জেলা বিদ্যুৎহীন। মুঠোফোন নেটওয়ার্ক অকার্যকর, বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম। পানিবন্দী এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবারের তীব্র সংকট। 

 

মানবিক এই বিষয়টি চিন্তা করে ২০ জুন সোমবার আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলমের উদ্যোগে বন্যাদুর্গত এলাকার সুনামগঞ্জ ও হরিপুরের বানভাসি অসহায় দুইহাজার পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি, সয়াবিন তেল, বিস্কুট, পাউরুটি, খাবার স্যালাইন, মোমবাতি ম্যাচ সহ মোট দুইহাজার বস্তা ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।

 

মনজুর আলমের পক্ষ হতে ত্রাণ সামগ্রি বিতরণ করেন, মোস্তফা হাকিম কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল বাদশা আলম, প্রভাষক নজরুল ইসলাম, আকবরশাহ থানা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান আলী, নুরুল আলম ভুট্টুসহ মোস্তফা হাকিম গ্রুপের কর্মকর্তা, কর্মচারিবৃন্দ।

 

-সংবাদ বিজ্ঞপ্তি

-মা ফা / জা হো ম


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework