মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ নভেম্বর ০৩, ০৬:২৮ অপরাহ্ন

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ইউএনও মিনহাজুর রহমানকে বিদায়ী সংর্বধনা দেয়া হয়েছে। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। 

 

৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় মার্কেটের তৃতীয় তলায় প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানূর রহমান, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবর রহমান পলাশ, দৈনিক আজাদীর সাবেক মিরসরাই প্রতিনিধি নিরোধ বরণ মন্ডল প্রমুখ।


 

এসময় বক্তারা বলেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান একজন সাংবাদিক বান্ধব কর্মকর্তা। তিনি কখনো কোন সাংবাদিককে তথ্য প্রদানে অনাগ্রহ প্রকাশ করেননি। পদোন্নতি জনিত বদলীর কারণে এই চৌকস কর্মকর্তাকে মিরসরাই ছাড়তে হচ্ছে। 

 

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সংবাদকর্মীরা সবসময় আমাকে সহযোগিতা করেছেন। আমিও চেষ্টা করেছি সংবাদকর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে। আমি বদলী হয়ে ঢাকা চলে গেলেও মিরসরাইয়ের মানুষদের সবসময় মনে রাখবো।

 

অনুষ্ঠানে মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের হাতে একটি স্মারক তুলে দেয়া হয়। প্রেস ক্লাবের সকল সদস্য এসময় উপস্থিত ছিলেন। 


- নাছির উদ্দিন/মিরসরাই

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework