মিরসরাইয়ে গৃহবধূকে নির্যাতন, অপপ্রচার ও মামলা দিয়ে হয়রানি

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ Jun ২৫, ০৫:৪৩ অপরাহ্ন

মিরসরাইয়ে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গৃহবধুকে নির্যাতন, তার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে অপপ্রচার ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগি জান্নাতুল ফেরদৌস তার পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

 

২৫ জুন রবিবার সকালে উপজেলার পার্কইন হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন তার বড় ভাই শাহাদাৎ হোসেন, বাবা নুরুল আফছার ও তার দুই শিশু কন্যা।

 

জান্নাতুল ফেরদৌস লিখিত অভিযোগ পাঠ করে বলেন, ‘আমার স্বামী মাহতাব উদ্দিন একজন প্রবাসী। স্বামী প্রবাসে থাকার সুযোগে স্বামীর বড় দুই ভাই, ভাসুরের ছেলে এবং জায়েরা মিলে পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে গালিগালাজ, বাড়ী থেকে উচ্ছেদ এবং মারধরের হুমকি দিতো আমাকে। গত ৪ জুন রাত অনুমান সাড়ে ১১ টার সময় পারিবারিক বিষয় নিয়ে আমাকে গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে তারা ঘরে প্রবেশ করে আমাকে মারধর করে হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। তাদের মারধরের আঘাতে আমি রক্তাক্ত যখম হই। আমার শরীরের বিভিন্নস্থানে কেটে যায় ও নীলা ফুলা যখম হয়। পরে বাড়ীর মানুষ এবং প্রতিবেশীদের সহযোগিতায় আমি স্থানীয় ইউপি সদস্যকে অবগত করে আমার বাবা-মায়ের সাথে চিকিৎসার জন্য হাসপাতালে যাই। পরে আমি বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। সম্প্রতি তারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করাচ্ছে। আমি ও আমার বাবা এবং ভাইয়ের নামে মিথ্যা মামলা দায়ের করে আমাদেরকে হয়রানি করছে। আমি আপনাদের লেখনির মাধ্যমে আইনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।’

 

এ বিষয়ে অভিযুক্ত তাইফ উদ্দিন বলেন, আমি বা আমার পরিবারের কেউ এই ঘটনার সাথে জড়িত নই। বরং সে ঘটনার সময় আমাদের ঘরের পেছনে এসে পারিবারিক কথোপকোথন মোবাইলে রেকর্ড করার সময় ধরা পড়ার ভয়ে পালিযে যাওয়ার সময় আহত হয়। উল্টো আমাদের নামে মিথা প্রবাগান্ডা ছড়াচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।


- নাছির উদ্দিন/মিরসরাই

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework